ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের কন্ঠ সদৃশ কয়েকটি অডিও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া রেকর্ডে উঠে এসেছে ড্রাইভার নিয়োগের অর্থ লেনদেনের তথ্য। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের নামও বলতে শোনা গেছে। এ নিয়ে ক্যাম্পাসে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আর এতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদিকে এসব অডিওকে ‘সুপার এডিট’ উল্লেখ করে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সাধারণ ডায়েরিভুক্তির (জিডি নং: ৯৬৮) আবেদন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় আরাফাতের পক্ষে সংগঠনটির শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্সি কামরুল হাসান অনিক ইবি থানায় আবেদন করেছেন। জানা যায়, চাকরি দিয়ে অর্থ লেনদেন সংক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সালের কয়েকটি অডিও রেকর্ড’ ফাঁস হয়। গত বুধবার সন্ধ্যায় সানজিদা আক্তার তানিয়া নামক ফেসবুক আইডি থেকে ৪ মিনিট ১৫ সেকেন্ডের একটি এবং বৃহস্পতিবার রাতে ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাস নামক পেজ থেকে ৩ মিনিট ১২ সেকেন্ডের আরেকটি অডিও ছড়িয়ে পড়ে। রেকর্ড’এ ড্রাইভার নিয়োগের দেড় মাসেও চুক্তি হওয়া ২০ লাখ টাকা না পাওয়ায় ক্ষোভ এবং এক চাকরি প্রার্থীর কাছে ১০ লাখ টাকা দাবি করতে শোনা যায়। রবিবার রাতে এবং সোমবার রাত সাড়ে নয়টার দিকে আরও দুটি মোট ৬টি নতুন রেকর্ড ভাইরাল হয়েছে। এসব রেকর্ডে শাখা ছাত্রলীগের সম্পাদক নাসিম আহমেদ জয় ও পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেনে নামও উল্লেখ করতে শোনা যায়।
1 Comments
encEFKLi
Web Developer
Your Comment