কম দামে মাংস বিক্রি করা খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

ঢাকায় কম দামে গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করা ব্যবসায়ী মো. খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-৩। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করায় ব্যবসায়ী খলিলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জানা গেছে, খলিলকে কম দামে মাংস বিক্রি করতে নিষেধ করেন হুমকিদাতারা। অন্যথায় তাকে ও ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী মাংস ব্যবসায়ী খলিল শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনাটি ছায়া তদন্ত করতে থাকে র‌্যাব-৩। অবশেষে হুমকিদাতা ও নির্দেশদাতাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গত বুধবার রাতে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাংস ব্যবসায়ী খলিলকে কে বা কারা প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। জিডি করার পর মাংস বিক্রেতা খলিল গণমাধ্যমকে বলেন, দু’টি নম্বর থেকে আমার কাছে ফোন আসে। তারা বলেন, তোর ছেলের জন্য ছয় বুলেট, তোর জন্য ছয়টা রেখেছি। কথা না শুনলে বাবা-ছেলেকে মেরে ফেলব। ভয়ে আমি শাহজাহানপুর থানায় জিডি করেছি। উল্লেখ্য, গরুর মাংসের দাম যখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি তখন ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে আলোচনায় আসেন শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। গত দুই মাস ধরে তিনি বাজারের সবচেয়ে কম দামে মাংস বিক্রি করেন।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news