গাঁজার টাকার জন্য মাকে মারধর, ছেলের কারাদণ্ড

গাঁজার টাকার জন্য মাকে মারধর করায় নোয়াখালীর বেগমগঞ্জে মাদক সেবী ছেলেকে চার মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ছেলের নাম আনোয়ার হোসেন (৪৪)। তিনি উপজেলার শরীফপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত সামছল হকের ছেলে। বুধবার বিকালের দিকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছু দিন আগে মাদকসেবী আনোয়ার গাঁজার টাকার জন্য তার মাকে মারধরে করেন। এরপর গাঁজার টাকা জোগাড় করতে বাড়ির গাছ ও ঘরের টিন খুলে বিক্রি করে দেন। তার মা সমাজের মানুষের সহায়তায় চলেন। তার পরিবার আনোয়ার হোসেনকে অনেক কষ্ট করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেয়। তিনি রিকশাটিও বিক্রি করে দেন। বর্তমানে তিনি জোর করে জমি বিক্রি করার চেষ্টা করছেন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা অন্যত্র বসবাস করে আসছেন। অভিযোগের সত্যতা পেয়ে আনোয়ার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে তাৎক্ষণিক জেলা কারাগারে পাঠানো হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news