চকরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে জখম

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে মো. মোস্তফা কামাল (৫৯) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করেছে ওই শিক্ষকের বড় ভাই ও ভাইয়ের ছেলে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছড়িরবিল এলাকায় নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন মোস্তফা কামালকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মোস্তফা কামাল ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে ও ডুলাহাজারা পাগলিরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । তিনি বলেন, ২০০৫ সালে আমার বড় ভাই জাফর আলমের কাছ থেকে ৮ শতক জমি বায়নানামামূলে ক্রয় করে ভোগ দখলে আছি। দীর্ঘদিন ধরে বিভিন্ন বাহানা তুলে জমি রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি জানায় জাফর আলম। পরে ওই জমি থেকে উচ্ছেদ করতে জাফর আলম ও তার ছেলে জসিম উদ্দিনসহ ৫-৬ জন মিলে দাঁ, লোহার রড ও লাঠি দিয়ে ঘরে ঢুকে আমার উপর হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে আমার স্ত্রী তহুরা বেগমকে মারধর করে আহত করে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, প্রধান শিক্ষককে আহতের বিষয়টি জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news