চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ আল মামুন মন্ডল (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের ওজন ১০০ ভরি। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৫ লাখ টাকা। ভারতে পাচারকালে শুক্রবার বিকাল ৪টার দিকে এগুলো আটক করা হয়। এ ব্যাপারে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে সুলতানপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত সীমান্তের ৭৮/৮ পিলারের কাছে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে ওঁত পেতেছিলেন। শুক্রবার বেলা অনুমানিক চারটার দিকে সন্দেহজনক এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখতে পান বিজিবি সদস্যরা। এসময় আটক আল মামুন মন্ডলের শরীর তল্লাশি করে কোমড়ের কাছ থেকে বিশেষ পদ্ধতিতে স্কচ টেপ দিয়ে জড়ানো ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম (১০০ ভরি)। যার দাম এক কোটি ১৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। জব্দ করা স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
0 Comments
Your Comment