ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেল গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব। তাকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করা হয়েছে। দেলোয়ার হোসেন রুবেল ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় এজহারনামীয় ৪৫ নং আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১নং সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় এজাহারনামীয় ৪৫নং আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news