সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া মেজর সেজে ২১১ জন নারীর সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহাইল ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এপিবিএন-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর মেজর, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা পরিচয়ে ফেসবুকে আইডি খুলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। তিনি মূলত মেয়েদের সঙ্গে আপত্তিকর কথা বলে রেকর্ড করে রাখতেন। পরে সেই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা নিতেন। কোনো মেয়ের সঙ্গে কথা বলার সময় কেউ সন্দেহ করলে তাকে ব্লক করে দিতেন সোহাইল। গ্রেফতার করার সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ১২টি সিম কার্ড, চারটি মুঠোফোন জব্দ করা হয়। সেই সব মুঠোফোনে অসংখ্য নারীর ছবি, আপত্তিকর ভিডিও ও স্ক্রিনশট রয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
0 Comments
Your Comment