যশোরের শার্শায় নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবাকে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে জনিকে (৩০) আটক করেছে পুলিশ। রবিবার রাতে শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দুর্লভ সরদারের ছেলে। পুলিশ ও স্বজনরা জানায়, গত রবিবার ছেলে জনি নেশা করার জন্য বাবার কাছে টাকা চায়। বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জনি ইট দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়িতে নিয়ে এলে রবিবার রাতেই তিনি মারা যান। এ ব্যাপারে শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
0 Comments
Your Comment