যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রমজান আলী (৩০) নিহত হয়েছেন। নিহত রমজান আলী রেলগেট এলাকার চিহ্নিত মাদক কারবারি দম্পতি রেখা-ফায়েকের ছেলে। শুক্রবার (০৮ মার্চ) রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা গেছে, নিহতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, বোমাবাজি, চাঁদাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে। নিহতের মায়ের বিরুদ্ধেও ২০-২৫টি মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রমজান ও তার সহোদর সাগর রেলগেট এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। সম্প্রতি প্রতিপক্ষ কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিচ্চি রাজার কিশোর গ্যাং দলের সদস্যরা তাকে কুপিয়ে হত্যা করে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
0 Comments
Your Comment