যৌতুক না পেয়ে মারধর, স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় মোংলা বন্দরের হারবার বিভাগের ওয়ার্লেস অপারেটর (বেতার চালক) মো. শাহীনুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৮টায় শহরের পৌর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোটরসাইকেল যৌতুক চেয়ে না পেয়ে স্ত্রীকে মারধর করার অভিযোগে গত ১১ মার্চ রাতে বন্দর কর্তৃপক্ষের ওয়ার্লেস অপারেটর শাহীনুল ইসলাম এবং তার মাসহ পাঁচজনের বিরুদ্ধে স্ত্রী ফাতেমা তুজ জোহরা (২৪) বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ। মামলার বরাত দিয়ে মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম আরও বলেন, বিয়ের পর ২০২২ সালের ২৫ ডিসেম্বর শাহীনুল ইসলাম পৌর শহরের সিঙ্গাপুর মার্কেটের ব্যবসায়ী তার শ্বশুর তোফায়েল আহমেদের কাছ থেকে এক লাখ টাকা ধার নেয়। সেই টাকা না দিয়ে কিছুদিন পর মোটরসাইকেল কিনবে বলে তার স্ত্রী ফাতেমা তুজ জোহরার মাধ্যমে আরও সাড়ে তিন লাখ টাকা যৌতুক চায়। সে টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২০২৩ সালের ২৪ জুলাই রাতে দেড় বছরের মেয়েসহ তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। মারধরে সহযোগীতা করেন শাহীনুল ইসলামের মা আনোয়ারা বেগম (৫৩), বোন শারমিন আক্তার (১৯), শামীমা নাসরিন আক্তার ঝুমুর (৩৫) ও তার জামাই আনোয়ারুল আজিম (৪৩)। তিনি জানান, এই পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শাহীনুল ইসলামের স্ত্রী ফাতেমা তুজ জোহরা। এই মামলায় শাহীনুল ইসলাম গ্রেফতার হন। তাকে বুধবার (২০ মার্চ) সকালে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news