শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১১১ গ্রাম স্বর্ণসহ ১ যাত্রীকে আটক করেছে। বুধবার আব্দুর রহমান সোহাগ নামের দুবাই থেকে আসা ওই যাত্রীকে গ্রিন চ্যানেল এলাকা অতিক্রম করার সময় চ্যালেঞ্জ করে আটক করে এনএসআই। জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউএসবাংলার একটি ফ্লাইটে আসা আটক ব্যক্তি তার কাছে শুল্ক প্রদানকৃত ১১৬ গ্রাম ওজনের ০১ টি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার ব্যতীত অন্য কোনো স্বর্ণ নেই বলে জানান। যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে আর্চওয়ের মাধ্যমে দেহ তল্লাশী করানো হলে তার রেক্টামে স্বর্ণের উপস্থিতি পাওয়া যায়। অতপর কাস্টমস কর্তৃপক্ষ এনএসআই সদস্যদের উপস্থিতিতে বর্ণিত যাত্রীকে ওয়াশরুমে নিয়ে তার রেক্টাম থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো প্রায় ৩১৬ গ্রাম ওজনের ০৬ টি (১৮৯৬ গ্রাম) ডিম্বাকৃতির স্বর্ণের পিণ্ড উদ্ধার করে। ১১৬ গ্রাম ওজনের স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং ১৮৯৫ গ্রাম পেস্ট গোল্ডসহ যাত্রীর কাছে থেকে মোট ২ কেজি ১১১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বর্তমান বাজার মূল্য ২,১১,১০,০০০/- (দুই কোটি এগারো লক্ষ দশ হাজার) টাকা। উদ্ধার হওয়া স্বর্ণসহ আটক যাত্রী বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছেন। আরও স্বর্ণের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হতে কাস্টমসের পক্ষ থেকে তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হবে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news