শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের তিন সদস্য গ্রেফতার

জয়পুরহাটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবির উচাই কলেজের প্রিন্সিপাল রুস্তম আলী, বগুড়ার গোকুল এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে ইশান ইমতিয়াজ হৃদয় ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের আরজ আলীর ছেলে রোকনুজ্জামান রোকন। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, আগামী ২ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগে এ চক্রটি টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের পাস করিয়ে দেবার প্রতিশ্রুতি দেয়। এই চক্রটি টাকার বিনিময়ে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রার্থীদের পাশ করিয়ে দিবে প্রতিশ্রুতি দিয়ে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের পাঁচবিবি ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন নামীদামি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে প্রতারণার কাজে জড়িয়ে পড়েন। বিভিন্ন জেলায় প্রতারণা করার জন্য তারা নেটওয়ার্ক বিস্তার করেছে। এসময় পরীক্ষার প্রবেশপত্র, চেক বই, এটিএম কার্ড, এন্টেনা, এয়ারপট, বিভিন্ন প্রকার ডিভাইস উদ্ধার করা হয়।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news