খুলনার কয়রায় ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের পর হত্যার অভিযোগ উঠেছে। মুঠোফোনে ভিডিও দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালায় ওই কিশোর। একপর্যায়ে শিশুটি তার পরিবারকে জানিয়ে দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়। আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে ওই কিশোর। সোমবার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম এই জবানবন্দি রেকর্ড করেন। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এরপর রবিবার ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
0 Comments
Your Comment