সিলেটে ইয়াবা ও মদসহ আটক ৪

সিলেটে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ চারজনকে আটক করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে এয়ারপোর্ট থানার জাহাঙ্গীরনগর গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ আজিজুল হক সেলিম (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবদুল খালিকের ছেলে। একই থানা পুলিশ মঙ্গলবার রাত ১১টার দিকে কেওয়াছড়া চা বাগানের গেটের সামনে একটি বাস তল্লাশি করে ২০০ ক্যান ভারতীয় রেডবুল পানীয়সহ আবদুল কাদির (২৪) নামে এক যুবককে আটক করে। সে কোম্পানীগঞ্জ উপজেলার লাচুখাল গ্রামের মো. সঈদ মিয়ার ছেলে। মঙ্গলবার রাত ১২টার দিকে কোতোয়ালী থানাপুলিশ জেল রোড এলাকা থেকে ৮১ পিস ইয়াবাসহ দিলু মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের দেওয়ারাই আছিরগঞ্জের বলু মিয়ার ছেলে। রাত সাড়ে ১২টার দিকে জালালাবাদ থানাপুলিশ কালিগাঁও এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে। এসময় মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে ওই মাদকের সাথে সংশ্লিষ্ট জুয়েল মিয়া (১৯) নামে এক যুবককে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানার নেহারিপাড়া এলাকা থেকে আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের মো. সুজন আলীর ছেলে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news