কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সহায়তায় এক ট্রাক চালকের হাত থেকে রক্ষা পেল ১৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরী। বুধবার রাত ৮টার দিকে মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এক ট্রাক চালক ওই কিশোরীকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন। এরপর হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই সোলাইমান খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক চালক পালিয়ে যান। পরে পরিবারের খোঁজ নিয়ে রাতে বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বাইগ্গাঘোনা এলাকায় ওই প্রতিবন্ধী কিশোরীর পরিবারের কাছ তাকে পৌঁছে দেওয়া হয়। জানা যায়, গত দুই দিন আগে ওই মানসিক প্রতিবন্ধী কিশোরী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তার খোঁজ পাচ্ছিল না। এমতাবস্থায় মহাসড়কের হারবাং বুড়ির দোকান এলাকায় ওই কিশোরীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখানে কক্সবাজারমুখী একটি মিনি ট্রাকচালক ওই কিশোরীকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করেন। হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই সোলাইমান খান বলেন, ট্রাক চালকের হাত থেকে উদ্ধার করে খোঁজ নিয়ে পরিবারের কাছে ওই প্রতিবন্ধী কিশোরীকে পৌঁছে দেওয়া হয়েছে। উদ্ধার না হলে ওই কিশোরীর সর্বনাশ হওয়ার আশঙ্কা ছিল।
0 Comments
Your Comment