রংপুরসহ উত্তরাঞ্চলে আবারও জেঁকে বসেছে শীত। কুয়াশা ও উত্তরের ঠাণ্ডা বাতাসে বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে খাওয়া মানুষ। আগামী কয়েকদিনের মধ্যে এই অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকালে রংপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ। এই জেলায় সকালে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, রংপুরসহ উত্তরাঞ্চলে কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের অনুভতি হচ্ছে। কয়েক দিন এই ঠাণ্ডা থাকতে পারে। রংপুর বিভাগের ৮ জেলার রবিবার তাপমাত্রা রের্কড করা হয়েছে রংপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি, ঠাকুরগাঁওয়ে ১০ দশমিক ৭ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি, দিনাজপুরে ১০ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৮ ডিগ্রি, গাইবান্ধায় ১১ দশমিক ৫ ডিগ্রি ও লালমনিরহাটে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
0 Comments
Your Comment