চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, দুর্ভোগে মানুষ

শীত জেঁকে বসেছে দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। কয়েকদিন থেকে জেলার সর্বনিম্ন তাপামত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ঘনকুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এতে জেলাজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগে পড়েছে। ভুক্তভোগী বলেন, ঘন কুয়াশার কারনে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সুর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এতে শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছে না। তারা বলছেন, হাড় কাপানো শীতে ঘরের বাইরে আসা দুরূহ হয়ে পড়ছে।

0 Comments

Your Comment