তীব্র শীতেও সিলেটে হবে বৃষ্টি!

এক সপ্তাহ ধরে সিলেট অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই শীত আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এদিকে, এই শীতেও সিলেট বিভাগে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। পূর্বাভাসা বলা হয়- উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে ৯টা থেকে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। অপরদিকে, রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বভাসে বলা হয়- সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সিলেটসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

0 Comments

Your Comment