দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের সব বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা বাড়তে পারে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

0 Comments

Your Comment