ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ নৌরুটে কুয়াশা দেখা দেয়। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত সোয়া ১টার সময় ফেরি চলাচল বন্ধ করে দেন। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে। প্রচণ্ড শীতে আটকে পড়া ফেরির যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তি পোহান। পাটুরিয়া প্রান্তে সাতটি ও দৌলতদিয়া প্রান্তে একটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার তীব্রতার কারণে রাত সোয়া ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে।
1 Comments
jorMZKHCpwuiA
Web Developer
Your Comment