বাড়বে শীত, রয়েছে শৈত্যপ্রবাহের শঙ্কা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে, তবে আগামী মঙ্গল বা বুধবার থেকে আবার ধীরে কমতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে পরে পরে প্রায় সপ্তাহ খানেক তাপমাত্রা কমে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ রবিবার গণমাধ্যমকে বলেন, ‘১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে ১৬ বা ১৭ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কম থাকবে। ফলে সারা দেশে শীতের অনুভুতি কিছুটা বাড়তে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।’ প্রথমদিকে রংপুর, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা ও মৌলভীজারের শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগামীকাল। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস। পরদিনও অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। অধিদপ্তর বলছে, আগামী বুধবার থেকে ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এতে সামনের দিনগুলোতে শীতের অনুভূতিও ধীরে ধীরে বাড়তে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি।

0 Comments

Your Comment