তিন দিন পর দেশের সমুদ্র উপকূল থেকে ঝড়ের শঙ্কা কেটেছে

তিন দিন পর দেশের সমুদ্র উপকূল থেকে ঝড়ের শঙ্কা কেটেছে। এর ফলে সব সমুদ্রবন্দর থেকে নামানো হয়েছে সতর্কতা সংকেত। এতে রবিবার (৪ আগস্ট) বিকেল থেকে জেলেরা মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে পারবেন। রবিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

0 Comments

Your Comment