ইসলামের দৃষ্টিতে বন্ধু নির্বাচন

প্রতিটি মানুষেরই জীবন চলার পথে বন্ধু প্রয়োজন। সামাজিক সম্পর্ক তৈরিতে বন্ধুর ভূমিকা অপরিসীম। বন্ধুত্ব আমাদের একাকিত্ব জীবন থেকে উদ্ধার করে এবং আনন্দে পরিপূর্ণ করে তোলে। মানুষের জীবনে সে-ই প্রকৃত বন্ধু যে তার আপদে-বিপদে হাত বাড়ায়, ভুলত্রুটি সংশোধন করে দেয় এবং যে কোনো সংকটে পাশে থাকে। একজন চরিত্রবান ও ধর্মীয় বিশ্বাসে অনুরক্ত এ রকম বন্ধু একজন মুমিন বান্দার জন্য আল্লাহর নেয়ামত। তার সঙ্গেই বন্ধুত্ব হওয়া উচিত যে সত্য ও ন্যায়ের পক্ষে। যে সব সময় সত্যকে প্রতিষ্ঠা করতে কুণ্ঠাবোধ করে না। তার থাকতে হবে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু, এরা ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত থাকে। তারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে এবং সব কাজে আল্লাহ ও তাঁর রসুলকে অনুসরণ করে।’ (সুরা তওবা, আয়াত ৭১)। ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না, যদি তোমাদের কেউ তা করে তবে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্কই থাকবে না। (সুরা আলে ইমরান, আয়াত ২৮)। সুতরাং বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সচেতন হতে হবে। একজন অযোগ্য ও মন্দ বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। যার মধ্যে নীতিনৈতিকতা বলতে কিছু নেই, যে বন্ধু সেজে অযথা কুৎসা রটনা করে, কান কথা লাগায়, গিবত করে সে রকম ব্যক্তি কখনোই আপনার-আমার ভালো বন্ধু হতে পারে না। এদের কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। এরা কখনোই আপনার কল্যাণ চায় না।

0 Comments

Your Comment