২৪ ঘণ্টায় ৩৭ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় দেশে ৩৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ২২ শতাংশে। যা গতদিনের তুলনায় কম। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৮ হাজার ৫৮৮ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আর কারো মৃত্যু হয়নি। সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯১ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৫৩ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৫ হাজার ৫৯২ জন।

0 Comments

Your Comment