ক্যান্সার আক্রান্ত জবি শিক্ষার্থীর জন্য কনসার্টের অর্থ পরিবারে হস্তান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ব্লাড ক্যান্সারে (নন-হজ্জকিন লিম্ফোমা) আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচের) শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার জন্য সংগ্রহীত অর্থ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকালে তার পরিবারের সদস্যদের নিকট সংগ্রহীত ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ পাল ও সাধারণ সম্পাদক মাহির আমির মিলন প্রমুখ। উল্লেখ্য, ব্লাড ক্যান্সারে (নন- হজ্জকিন লিম্ফোমা) আক্রান্ত শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গত ২৮ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে ‌‌'কনসার্ট ফর জহির' শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট হয়। কনসার্টে কুঁড়েঘর, মেট্রোলাইফ, অড সিগনেচার, এনকোর, চান্দের গাড়ি, গল্প, প্রতিবিম্ব, মনের মানুষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব ব্যান্ডদলসহ মোট ১৪ টি ব্যান্ডদল অংশ নেয়।

0 Comments

Your Comment