জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী হলে থাকা সাবেক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের মাস্টার্সের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তাদের আগামী ৭ দিনের মধ্যে হলের সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে হলের প্রভোস্ট অধ্যাপক দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের যাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তাদের আগামী সাত দিনের মধ্যে আবাসিক সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল। এ বিষয়ে প্রভোস্ট দীপিকা রাণী সরকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হলের নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী সাতদিনের কথা বলা হয়েছে। তবে ছাত্রীরা চাইলে তিন-চার দিন বেশি সময় নিতে পারে, যেহেতু সামনে ঈদ। তবে তাদের ফাঁকা সিটে নতুন করে শিক্ষার্থীও ওঠাতে হবে। হলে অনেক ছাত্রীই আছে যাদের ফলাফল হয়ে গিয়েছে।
0 Comments
Your Comment