জবির নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি। নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করার জন্য একটা সুশৃঙ্খল পরিবেশ দরকার যার দায়িত্ব আমার উপরেই পড়ে। আমি সকলের সহযোগিতায় ক্যাম্পাসকে শান্ত ও শিক্ষার উপযোগী করে উঁচুমানে নিয়ে যেতে চাই। যেন আমরা দ্রুত এগিয়ে যেতে পারি এবং আমি সেই লক্ষ্যে কাজ করে যাব।

0 Comments

Your Comment