ঢাবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে অর্পিতা-আদনান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিতার্কিকদের কেন্দ্রীয় সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২৩-২৪ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন অর্পিতা গোলদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আদনান মুস্তারি। রবিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডিইউডিএস কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮ টি ভোটের মধ্যে অর্পিতা গোলদার ও আদনান মুস্তারি উভয়ই ১১টি ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তারা আগামী একবছর দায়িত্ব পালন করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ২০২২-২৩ সেশনের সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও তাওহীদা জাহান।

0 Comments

Your Comment