রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের অপসাণের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। মঙ্গলবার সকাল ৯টাথেকে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। এতে করে বহির্বিভাগে সেবা না পাওয়া রোগীদের লম্বা লাইন দেখা যায়। দূর-দূরান্ত থেকে আসা শিশু, বৃদ্ধ, নারীসহবিভিন্ন বয়সী রোগীরা সেবা না নিয়ে ফিরে যান। তারা চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
অধ্যক্ষ অপসারণের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষকরা। সকালে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে অধ্যক্ষের কার্যালয়ের সামনে ড্যাবের সাধারণ সম্পাদক ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল বলেন, অধ্যক্ষ অপসারণের দাবিতে বুধবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল। কিন্তু রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে শনিবার পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি চলবে। এরপরেও মন্ত্রণালয় সায় না দিলে রবিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।
হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা পীরগঞ্জের মোরশেদা বেগম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সকাল ৮টায় মেডিকেলে গাইনী ডাক্তার দেখানোর জন্য আসছি। কিন্তু টিকেটই কিনতে পারি না। অপেক্ষা করতেছি কখন টিকেট দেবে আর ডাক্তার দেখবে।
মেডিসিন বিভাগের সামনে রোগীর স্বজন শহিদুল ইসলাম বলেন, প্রতিদিন সকালে ডাক্তাররা রোগী দেখতে আসলেও আজ আসেনি। এমন চলতে থাকলে গরীব মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাবে।
0 Comments
Your Comment