রাজশাহীতে আওয়ামী লীগের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগ এনে ষড়যন্ত্রবিরোধী এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি জানানো হয়। সোমবার সন্ধ্যায় এ দাবি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এই আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সংখ্যালঘুদের উপর হামলা করছে। ভারতের মদদে তারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের সংগ্রামী ছাত্রজনতা এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। হাসিনা এ দেশে যে হত্যাযজ্ঞ চালিয়ে, সেটা ছাত্রজনতা ভুলে যায়নি। গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ছাত্রজনতা রাজপথ ছাড়বে না। সমন্বয়করা আরও বলেন, দেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদের সকল শিকর উপড়ে ফেলা হবে। ইউনিয়ন থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সকল বৈষম্যের সংস্কার করা হবে। মানবতাবিরোধী অপরাধে ফ্যাসিবাদী সরকারের সকল পর্যায়ে নেতৃবৃন্দের বিচার করা হবে। আন্দোলনে শহিদদের স্মরণে রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ের নামকরণ করা হয়। এতে নগরীর আলুপট্টির মোড়কে শহিদ রায়হান চত্বর, সাগর পাড়া মোড়কে শহিদ শাকিল চত্বর, তালাইমাড়ি মোড় ও মুজিব চত্বরকে বিজয় ২৪ চত্বর, ভদ্রা মোড়কে শহিদ সাকিব আনজুম চত্বর ঘোষণা করা হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
0 Comments
Your Comment