‘বৈশাখী উৎসব’-১৪৩১ আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সোমবার সংগঠনের সভাপতি রায়হান ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ম-বর্ণে ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক চেতনা লালন এবং বিশ্ব কল্যাণের অমোঘ বার্তা নিয়ে এই উৎসব উদযাপিত হচ্ছে। বাঙালির চিরায়ত সংস্কৃতি লালনের মাধ্যমে বছরটা যেন সুখময় হয় সেই কামনা থাকবে। মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে সবান্ধব অংশ নেয়ার আমনন্ত্রণ জানান তিনি। জানা গেছে, ‘ভেঙেও আবার গড়তে জানে সে চিরসুন্দর! তোরা সব জয়ধ্বনি কর’- প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তমঞ্চে উৎসবটি উদযাপিত হবে। আগামীকাল বিকাল ৫ টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ে মাতাবেন জোটভুক্ত সংগঠনের সাংস্কৃতিক কর্মীসহ ক্যাম্পাস ও মহানগরের সাংস্কৃতিক কর্মীরা। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
0 Comments
Your Comment