রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল প্রাধ্যক্ষকে হুমকি ও অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগে এক ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শামীম অবৈধভাবে হলে সিট দখল করে থাকতেন। তার বিরুদ্ধে হলে শৃঙ্খলাবিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সে আমাকেও ফোনে আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি হুমকি দিয়েছে। ফলে হলের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে কক্ষ সিলগালা করে তাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাধ্যক্ষকের অভিযোগ, সোমবার নবাব আব্দুল লতিফ হলের ১২২ নম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া নিয়ে প্রাধ্যক্ষকে মুঠোফোনে হুমকি দেন ছাত্রলীগ নেতা শামীম। উত্তেজিত হয়ে প্রাধ্যক্ষকে হলের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও ছাত্র হত্যার হুমকি দেয়। এ ছাড়াও হলে দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিভিন্ন আপত্তিকর মন্তব্যের কথাও জানান প্রাধ্যক্ষ। অভিযোগের ব্যাপারে শামীম হোসেন জানান, হলের বিভিন্ন কক্ষে কে বা কারা তালা লাগিয়ে যাচ্ছেন। সেটা জানার জন্যই তাকে ফোন করেছিলাম। হুমকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। হলসূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে একাডেমিক পড়াশোনা শেষ হলেও ছাত্রলীগ নেতা শামীম হোসেন হলে কক্ষ দখল নিয়ে থাকেন। এ ছাড়া তার বিরুদ্ধে আবাসিক শিক্ষার্থীকে হুমকি-ধমকি দিয়ে সিট দখলের অভিযোগ রয়েছে। গতকাল হুমকির ঘটনার পর হল প্রশাসন জরুরি সভা ডাকেন এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে তার কক্ষ সিলগালার সিদ্ধান্ত নেন। আজ ছাত্রলীগ নেতাকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হুমকির বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছেন প্রাধ্যক্ষ। সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাসহ হল প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।
0 Comments
Your Comment