রাবির ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়ছে ৪০ ভর্তিচ্ছু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথমবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে প্রতি আসনে লড়ছে ৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বুধবার সকাল ৯টায় এ পরীক্ষা শুরু হয়। জানা গেছে, চার শিফটের এই ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৭৪ হাজার ৭৮৫ ভর্তিচ্ছু। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে ১৮ হাজার এবং চতুর্থ শিফটে ১৮ হাজার ৬৯৭ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ বছর (এ, বি, সি) তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে একক আবেদনকারী ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭ জন। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ণ করা হয়। এতে ন্যূনতম পাশ নম্বর ছিল ৪০। সার্বিক নিরাপত্তার বিষয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যরা তৎপর রয়েছেন। যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে তারা কাজ করছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

0 Comments

Your Comment