সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। চলে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো তান্ডব। এর রেশ ধরে ১৭ জুলাই ভোররাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের হল থেকে বের করে দেয়। পাশাপাশি তাদের কক্ষে ভাঙচুর চালান। ক্ষতিগ্রস্ত হলগুলোর মধ্যে বিজয় একাত্তর, স্যার এ এফ রহমান, সূর্যসেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক, কবি জসীমউদ্দীন, হাজী মুহম্মদ মুহসীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া ও শামসুন্নাহার হল অন্যতম। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ইঞ্জিনিয়ার মারফত জেনেছি বিভিন্ন হলে প্রায় ৩০০ কক্ষে ভাঙচুর করা হয়েছে। এতে ক্ষতির পরিমাণ তারা দেখিয়েছেন ৪ কোটি ৯৩ লাখ অর্থাৎ প্রায় ৫ কোটি টাকা। হল ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সম্পদের ক্ষতির কোনো তথ্য আমরা পাইনি।’ এ ছাড়া কিছু বাইক পোড়ানো হয়েছিল যেগুলো শিক্ষার্থীদের নিজেদের।’
0 Comments
Your Comment