তীব্র দাবদাহে সশরীরে ক্লাস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) পুনরায় স্বাভাবিক নিয়মে অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রবিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ ও ডিনদের নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। তিনি বলেন, দেশের চলমান দাবদাহ বিবেচনা করে আগামী মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দেসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও সিন্ডিকেট সদস্য। গত ২১ এপ্রিল তীব্র দাবদাহে শিক্ষার্থীদের কথা চিন্তা করে শতভাগ অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় চবি প্রশাসন।
0 Comments
Your Comment