আইকন খেলোয়াড় হিসেবে এলপিএলে দল পেলেন মুস্তাফিজ

আইপিএলের এবারের আসরে বল হাতে চমক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিজেকে নতুনভাবে চিনিয়েছেন বিশ্ব দুয়ারে। কাটার মাস্টার এবার দল পেলেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আগামী মৌসুমে এলপিএলে মুস্তাফিজ খেলবেন ডাম্বুলা থান্ডার্সের হয়ে। দলটির আইকন ক্রিকেটার হিসেবেই খেলবেন বাংলাদেশি তারকা। নিজেদের ফেসবুক পেজে সোমবার (১৩ মে) ফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা। বাঁহাতি এই পেসারকে পেয়ে বেশ উচ্ছ্বসিত দলটি। ফেসবুকে মুস্তাফিজের ছবি দিয়ে ডাম্বুলা লিখেছে, ‘ফিজ অ্যালার্ট! ডাম্বুলা থান্ডার গর্বের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের ওভারসীজ (বৈশ্বিক ক্রিকেটার) আইকন মুস্তাফিজকে। তার অনবদ্য প্রতিভা ও দুরন্ত পেস ঝলক দেখতে আমরা মুখিয়ে আছি। গর্জন শুনতে থান্ডার ভক্তরা তৈরি হও।’ এলপিএলের পঞ্চম আসর শুরু হবে আগামী ১ জুলাই। শেষ হবে ২১ জুলাই। এখনও নিলাম অনুষ্ঠিত হয়নি। এর আগেই মুস্তাফিজকে সরাসরি দলে নিয়েছে ডাম্বুলা। আইপিএলের পর এবার এলপিএলে মুস্তাফিজ কেমন করেন সেটি দেখার পালা। মহেন্দ্র সিং ধোনির পরিচর্যায় নিজেকে মেলে ধরা এই তারকার সামনে সুযোগ বিশ্ব দরবারে আরেকবার বাঘের গর্জন শোনানোর।

0 Comments

Your Comment