আজ প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন ক্রিকেটাররা

পাকিস্তানকে ধবলধোলাই করার পর মাঠেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পুরো দলকে অভিনন্দনে সিক্ত করার পাশাপাশি ক্রিকেটারদের শুভেচ্ছা ও ভালবাসায়ও সিক্ত করেন তিনি। তখনই তিনি টিম বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটারের সাথে ব্যক্তিগত পর্যায়ে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেন। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাত করবেন নাজমুল হোসেন শান্তর দল। জাতীয় দলের ম্যানেজার রাবিদ ইমাম বুধবার রাতে সংবাদমাধ্যমকে জানান, ‘বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলায় রুটিন প্র্যাকটিস হবে বাংলাদেশ টেস্ট দলের। সেখান থেকে বেলা ১টায় টিম চলে যাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে।’

0 Comments

Your Comment