আমরা ভালো ব্যাটিং করতে পারিনি: নাজমুল শান্ত

ভারতের কাছেই ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ‘আড়াই দিনের’ কানপুর টেস্টেও বাংলাদেশ ড্র করতে পারেনি। ৭ উইকেটের হারে স্বাভাবিকভাবেই হতাশ নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এই কন্ডিশনে আমাদের ভালো ব্যাটিং করা দরকার ছিল। আপনি যদি ব্যাটারদের দিকে তাকান দেখবেন ৩০-৪০ বল খেলার পরেই আউট হয়েছে তারা। অন্তত একজন ব্যাটারের বড় ইনিংস খেলা গুরুত্বপূর্ণ ছিল। 'এমন মুহূর্তে অশ্বিন-জাদেজা যেমনটা ব্যাট করেছিল। তারা সত্যি দুর্দান্ত ব্যাটিং করেছিল। এসময় আমাদের প্রয়োজন ছিল কিভাবে উইকেট নেওয়া যায় তেমন বোলিং করা। যার মূল্য আমাদের দিতে হয়েছে।'

0 Comments

Your Comment