এক ম্যাচ আগেই সিরিজ জয় অস্ট্রেলিয়ার

আগের ম্যাচে তাণ্ডব চালানো ট্রাভিস হেড পেলেন গোল্ডেন ডাক-এর তেতো স্বাদ। তাতে কী! এবার জ্বলে উঠলেন জশ ইংলিস। বিস্ফোরক ব্যাটিংয়ে উপহার দিলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। দুইশর কাছাকাছি পুঁজি নিয়ে আঁটসাঁট বোলিংয়ে স্কটল্যান্ডকে দেড়শও করতে দিল না অস্ট্রেলিয়া। এডিনবরায় শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয় ৭০ রানে। ১৯৬ রানের পুঁজি গড়ে স্বাগতিকদের তারা গুটিয়ে দেয় ১২৬ রানে। টানা দুই জয়ে তিন টি-টোয়েন্টির সিরিজটি এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিল মিচেল মার্শের দল। অস্ট্রেলিয়ার এই জয়ের নায়ক ইংলিস ৪৯ বলে করেন ১০৩ রান। বিস্ফোরক ইনিংসটি গড়ার পথে ৭টি করে চার ও ছক্কা মারেন এই কিপার-ব্যাটসম্যান। ইংলিসের ৪৩ বলের শতক দেশের হয়ে এই সংস্করণে দ্রুততম। আগের রেকর্ডেও ছিল তার নাম, তবে যৌথভাবে। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যারন ফিঞ্চ এবং ২০২৩ সালে ভারতের বিপক্ষে পাঁচ দিনের ব্যবধানে ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েল ৪৭ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে এটি ইংলিসের দ্বিতীয় সেঞ্চুরি। ফিফটি নেই একটিও। এদিন বল হাতে আলো ছড়ান মার্কাস স্টয়নিস। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৩ রানে ৪ উইকেট নেন এই পেস বোলিং অলরাউন্ডার। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ রানে ৩ উইকেট ছিল তার আগের সেরা বোলিং। ঘন কুয়াশার কারণে খেলা শুরু হতে প্রায় ৪৫ মিনিট দেরি হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই হেডকে হারায় অস্ট্রেলিয়া। অভিষেকে রানের খাতা খুলতে না পারা জেইক ফ্রেজার-ম্যাকগার্ক এবার করেন ১৬ বলে ১৬ রান। দুইজনেই পেসার ব্র্যাড কারির শিকার।

0 Comments

Your Comment