সিলেট টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে এটাই প্রথম জয় আর সবমিলিয়ে দ্বিতীয়। প্রথম জয় আসে দু’বছর আগে মাউন্ট মঙ্গুনই টেস্টে। সিলেট টেস্টে ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্পিনারদের তোপের মুখে খেই হারিয়ে ১৮১ রানেই গুটিয়ে গেছে কিউইদের দ্বিতীয় ইনিংস। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম শিকার করেছেন ৬ উইকেট।
1 Comments
AdxyGphF
Web Developer
Your Comment