খুলনাকে ৬ উইকেটে হারালো সিলেট

বিপিএলের ৪২তম ম্যাচে খুলনা টাইগার্সকে ছয় উইকেটে হারাল সিলেট স্ট্রাইকার্স। শুরুতে ব্যাট করে সিলেটকে ১২৯ রানের টার্গেট দেয় খুলনা। অল্প রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওভার হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে ১৩০ রান করে সিলেট। এর আগে ব্যাট করে শুরুতেই বিপর্যয়ে পড়া খুলনা আর তালটা সামলে উঠতে পারেনি। কেবল ব্যতিক্রম ছিলেন ওপেনার আফিফ হোসেন ধ্রুব। ৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। আফিফের ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান তুলতে পেরেছিল খুলনা। সিলেটের হয়ে তিনটি উইকেট নিয়েছেন বেনি হাওয়েল। আর দুইটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও শফিকুল ইসলাম।

0 Comments

Your Comment