খুলনা টাইগার্সে যোগ দিলেন ইংল্যান্ডের মারকুটে ওপেনার হেলস

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চট্টগ্রাম পর্বে দু’টি ম্যাচ খেলতে ইংল্যান্ডের মারকুটে ওপেনার অ্যালেক্স হেলস খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন। সোমবার রাতে খুলনা টাইগার্সের ভেরিফাইড ফেসবুক পেজে অ্যালেক্স হেলসের ছবি দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামে থাকা খুলনা দলে যোগ দেওয়ার কথা আগে সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টি খেলেন হেলস। ওপেনার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার এভিন লুইসের সাথে খুলনার ইনিংস শুরু করবেন হেলস। আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনার পরের ম্যাচে ইনিংস শুরু করতে পারেন লুইস ও হেলস। বাংলাদেশ ছাড়ার আগে মাত্র দু’টি ম্যাচ খেলবেন হেলস। এখন পর্যন্ত বিপিএলে আটটি ম্যাচ খেলেছেন হেলস। ১৬৭ স্ট্রাইক রেটে ৩০৪ রান করেছেন তিনি। ২০১৯ সালে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে সেঞ্চুরি করেছিলেন তিনি। টানা তিন ম্যাচ হেরে ছন্দে ফেরার সন্ধানে থাকা খুলনার কঠিন সময়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন হেলস। । তবে টুর্নামেন্টের শুরুতে নিজেদের প্রথম চার ম্যাচই জিতেছিল খুলনা। হেলস ছাড়াও দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পারনেলকে দলে নিয়েছে খুলনা। কিন্তু ভিসা জটিলতার কারণে এখনও দলে যোগ দিতে পারেননি পারনেল। গতকাল শেষ হওয়া এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। টুর্নামেন্ট শেষ দিকে খুলনায় যোগ দিতে পারেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। বিপিএলে খেলতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দেওয়ার কথা রয়েছে ইংল্যান্ডের ফিল সল্ট এবং ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডের।

0 Comments

Your Comment