জমজমাট টি-২০ আসর বিপিএল শেষ। দুর্দান্ত ক্রিকেট খেলে প্রথমবারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। টুর্নামেন্ট শেষ হলেও তার রেশ রয়ে গেছে এখনো। দলকে প্রথমবার শিরোপা এনে দিয়ে ক্লান্তি জুড়াতে দেশের বাইরে গেছেন তামিম। বিপিএল শেষ হওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেট দল ব্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। ‘দ্বীপরাষ্ট্র’ এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছে। এখন অবস্থান করছে সিলেটে। সফরে তিনটি করে টি-২০ ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ১০ বছর পর দুই দেশ প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলছে। শ্রীলঙ্কার বাংলাদেশ সফর শুরু হবে টি-২০ সিরিজ দিয়ে। সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে ৪, ৬ ও ৯ মার্চ। দুই দল এবার নিয়ে পঞ্চমবার টি০-২০ সিরিজ খেলছে পরস্পরের বিপক্ষে। ২০ ওভারের সিরিজ খেলতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এবার তৃতীয়বারের মতো বাংলাদেশে এসেছে। দলে একমাত্র সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এ ছাড়া বাকি সবাই তরুণ। দলে পেসার চারজন- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। দলে একমাত্র লেগ স্পিনার রিশাদ হাসান। তিনি এই প্রথম সুযোগ পেয়েছেন। অনেকদিন পর ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। বিপিএলে বরিশালের হয়ে দারুণ বোলিং করেছেন তিনি। ৮ ম্যাচে উইকেট নিয়েছেন ৯টি। ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদি হাসান। কুমিল্লার হয়ে মেহেদি উইকেট নিয়েছেন ১৬টি। তিনি আবার অলরাউন্ডারও। বর্ষিয়ান ক্রিকেটার মাহমুদুল্লাহও অফ স্পিনার কাম মিডল অর্ডার ব্যাটার। স্কোয়াডে স্পেশালিস্ট ব্যাটার ছয় জন- ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল শান্ত, ওপেনার এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, মিডল অর্ডারে তৌহিদ হৃদয়, সৌম্য সরকার ও লিটন দাস। অধিনায়ক নাজমুল শান্ত ছাড়া বিপিএলে এরা সবাই দারুণ ব্যাটিং করে ছন্দে রয়েছেন। এনামুল বিজয় ১২ ম্যাচে তিন হাফসেঞ্চুরিতে ২৯২, তৌহিদ হৃদয় এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে ৪৬২, লিটন ৩ হাফসেঞ্চুরিতে ৩৯১, ওপেনার মোহাম্মদ নাঈম ২ হাফসেঞ্চুরিতে ৩১২ এবং সৌম্য সরকার এক হাফসেঞ্চুরিতে ২৬২ রান করেন।
0 Comments
Your Comment