সিরিজের প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টাইগারদের ২৩৬ রানের টার্গেট দিয়েছে আফগানরা। টস জিতে বাংলাদেশকে বল করতে পাঠায় আফগানিস্তান। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের আঘাতে শুরুতেই খেই হারায় আফগানরা। তবে ২০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া আফগানদের টাল সামাল দেন হাশমাতউল্লাহ শাহিদি ও মোহাম্মাদ নবি। দুজন মিলে গড়েন একশ রানের জুটি (১১৬ বল)। পাঁচ উইকেট পড়ার পর বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিতীয় শতকছোঁয়া জুটি এটি। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। আফগানদের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ নবী। ৭৯ বলে এই ইনিংস খেলেছেন তিনি।
0 Comments
Your Comment