দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে জেতার ইতিহাস গড়লো বাংলাদেশ নারী দল। প্রোটিয়া নারীদের রীতিমত উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। ম্যাচটি তারা জিতেছে ১১৯ রানের বিশাল ব্যবধানে। ওয়ানডেতে এর আগে ১৮ বারের দেখায় দুইবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুটি জয়ই ছিল দেশের মাটিতে। গতকাল ইস্ট লন্ডনে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তিনে নামা মুর্শিদা খাতুন খেলেন ১০০ বলে অপরাজিত ৯১ রানের দারুণ ইনিংস। বাকিরা কেউ ফিফটি ছুঁতে না পারলেও যোগ্য সঙ্গ দেন মুর্শিদা খাতুনকে। শামীমা সুলতানা ৩৪, ফারজানা হক ৩৫ এবং নিগার সুলতানা করেছেন ৩৮ রান। এ ছাড়া ২৭ রানে অপরাজিত ছিলেন স্বর্না আক্তার। ২৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। থিতু হতে দেননি কোনো ব্যাটারকে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন এলিজ ম্যারি ম্যাক্স ও দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন সুন লুস। বাংলাদেশের নাহিদা আক্তার নেন ৩টি উইকেট। সুলতানা খাতুন, রাবেয়া খান আর ফাহিমা খাতুনের শিকার ২টি করে উইকেট।
0 Comments
Your Comment