পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল টাইগাররা

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেল টাইগাররা। এর ফলে নিজেদের মাটিতে এবারই প্রথম ১০ উইকেটে হারল পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে ১৪তম টেস্টে এসে প্রথম জয় পেল টাইগাররা। এর আগে তাদের মাটিতে কখনও ড্রও করতে পারেনি তারা। পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচেই ড্র করতে পেরেছিল বাংলাদেশ, ২০১৫ সালে খুলনায় হয়েছিল সেটি। এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। পরে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৫৬৫ রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৪৬ রানে অলআউট হলে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৩০ রানের।

1 Comments

EAkbJmXBxhaGPn
EAkbJmXBxhaGPn

Web Developer

hnXmtGLlSkBapFb

Your Comment