বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নিয়ে যা বললেন গাজানফার

চরম ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। যদিও একসময় মনে হচ্ছিল সহজ জয় পাচ্ছে শান্তবাহিনী। দুই উইকেটে ১২০ রান তুললেও হঠাৎ খেই হারিয়ে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। মাত্র ২৩ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে শেষ ৮ উইকেট। অবিশ্বাস্যই বলা যায়! এ জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে এলো আফগানরা। আফগানিস্তানের এমন জয়ে সবচেয়ে বড় অবদান আল্লাহ মোহাম্মদ গাজানফারের। এক ইনিংসেই পেলেন ৬ উইকেট। প্রথমবার ইনিংসে ৫ বা এর চেয়ে বেশি উইকেট পেলেন। ম্যাচ শেষে গাজানফার বলেন, ‘প্রথম স্পেলে যখন বোলিং করতে আসি, ছন্দ ভালোই ছিল। ১টি উইকেট পাই। কিন্তু ওই উইকেট পাওয়ার পর ভালো বোলিং করতে পারিনি। এরপর দ্বিতীয় স্পেলে শক্তিশালী হয়ে ফেরার কথা চিন্তা করেছি এবং আমি তা পেরেছি।’ ‘চেষ্টা করেছি, দলের জয় আনতে পেরেছি। দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যেকোনো বোলারের স্বপ্ন। আমারও স্বপ্ন ছিল, যেটা আজ পূরণ হয়েছে।’-যোগ করেন তিনি। দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবির থেকে মাঠে সাহায্য পেয়েছেন গাজানফার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রশিদ ও নবীর ভূমিকা আমার বোলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা সব সময় আমাকে কার্যকর পরামর্শ দেন, যা ম্যাচে ভালো ফল এনে দেয়।’

0 Comments

Your Comment