আফগানিস্তান প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ সেমিফাইনালের টিকেট বুক করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার সুপার এইটের শেষ খেলায় বাংলাদেশকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠেছে। আফগানিস্তান ভালো খেলেই বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে, তবে খেলার মাঠে আফগানি খেলোয়াড়দের কিছু ঘটনা বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে সব থেকে বড় ঘটনা হলো- আফগান স্টার গুলবাদিন নায়েবের আকস্মিক আহত হওয়ার ভান করা। ক্যামেরায় দেখা যায়, কোচ জোনাথন ট্রোট আফগান খেলোয়াড়দের ধীরে আগানোর নির্দেশনা দিচ্ছেন। এটা দেখেই গুলবাদিন নায়েব স্লিপে ফিল্ডিংরত অবস্থায় হাঁটু ধরে আকস্মিক পড়ে যান। এই ঘটনা মাঠে মেডিকেল টিম আসতে বাধ্য করে এবং তাকে মাঠের বাইরে নিয়ে যায়। শুধু বাংলাদেশ টিম নয়, এই ঘটনায় অধিনায়ক রশিদ খানকেও হতাশা প্রকাশ করতে দেখা যায়। ম্যাচ চলাকালে ধারাভাষ্যকার মিন ডোল বলেন, ‘কোচ বার্তা পাঠাল ধীরে আগাও, ধীরে আগাও। এরপর ফার্স্ট স্লিপ অপ্রয়োজনীয়ভাবে মাঠে শুয়ে পড়ল। এটা অগ্রহণযোগ্য। এটা অনেক দূর গড়াল।’ জিম্বাবুইয়ান ধারাভাষ্যকার প্রমি বাঙ্গাওয়া বলেন, ‘অস্কার, এমি’ অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। এই ঘটনা দেখে রবিচন্দন অশ্বিন, মাইকেল ভন সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করেছেন।
0 Comments
Your Comment