দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে সেঞ্চুরির অনন্য কীর্তি, বাংলাদেশের একমাত্র নারী ব্যাটার হিসেবে দুইবার তিন অঙ্ক ছোঁয়ার অসামান্য অর্জন- ফারজানা হক পিংকির এতসব অসাধারণ নৈপুণ্য যদিও বিফলে গেল। দল যে জিততে পারেনি। তার শতরানে ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশ। তবে প্রথম চার ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে তা অনায়াসেই পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। পচেফস্ট্রুমে বুধবার (২০ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। বাংলাদেশের দেওয়া ২২৩ রানের লক্ষ্য ২৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ১৬৭ বলে ১১টি চারের সাহায্যে ১০২ রান করেন ফারজানা। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে মোট রান হয়েছে ৪৪৫; নারী ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার কোনো ম্যাচে যা সর্বোচ্চ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচে ১১৯ রানে জিতেছিল বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। সহজাত মন্থর ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রাখেন ফারজানা। আরেক প্রান্তে দ্রুত রান তোলার চেষ্টা করেন শামিমা সুলতানা। মূলত তার ব্যাটেই শুরুতে রানের চাকা সচল থাকে। পাঁচ চারে ৩৬ বলে ২৮ রান করে শামিমা ফিরলে ভাঙে ৪৮ রানের জুটি। বেশিক্ষণ টেকেননি মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা। এক চারে ১৩ রান করতে ৩৩ বল খেলেন অধিনায়ক নিগার।
0 Comments
Your Comment