প্রথমবারের মতো ভারত জাতীয় দলে ডাক পেয়েছেন ইয়াশ দায়াল। এই বাঁহাতি পেসারকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। দলে ফিরেছেন রিশাভ পান্ত ও ভিরাট কোহলি। দেশের মাটিতে দুই টেস্টের সিরিজের প্রথমটির জন্য রবিবার (৮ সেপ্টেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নিয়মিত ক্রিকেটারদের প্রায় সবাই আছেন দলে।
মোহাম্মদ শামির দলে ফেরা হয়নি এবারও। অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের পর এখনও সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন অভিজ্ঞ এই পেসার। গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর কোনো ধরনের ক্রিকেটেই মাঠে নামতে পারেননি তিনি। দলে ফিরেছেন লোকেশ রাহুলও। এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটি খেলার পর চোটে ছিটকে গিয়েছিলেন এই ব্যাটসম্যান। রোববার শেষ হওয়া লাল বলের প্রতিযোগিতা দুলিপ ট্রফির প্রথম ম্যাচে তিনি খেলেছেন ৩৭ ও ৫৭ রানের দুটি ইনিংস।
ইংল্যান্ড সিরিজ দিয়ে অভিষিক্ত সারফারাজ খান, ধ্রুভ জুরেল ও আকাশ দিপ জায়গা ধরে রেখেছেন দলে। বাদ পড়েছেন রাজাত পাতিদার, শ্রিকার ভারত, দেভদুত পাডিক্কাল ও মুকেশ কুমার। পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজের সঙ্গে থাকছেন আকাশ ও দায়াল। স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গী আকসার প্যাটেল ও কুলদিপ ইয়াদাভ।
আইপিএলের ২০২৩ আসরে ম্যাচের শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করে প্রথম আলোচনায় আসেন দায়াল। ২০২৪ আইপিএলে শেষ ওভারে দারুণ বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে-অফে তুলে আরেকবার খবরের শিরোনাম হন তিনি। ২৬ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ৭৬টি। দুলিপ ট্রফির প্রথম ম্যাচে তিনি নিয়েছেন ৪ উইকেট।
0 Comments
Your Comment